জলদস্যু বাহিনীর গণ হারে ডাকাতির কারণে নদীর জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে থেকে দুইদিন বামনীয়া নদী ও ছোট ফেণী নদীতে জেলেরা মাছ ধরা থেকে বিরত ছিল।
ক্লোজার ঘাটের জেলেরা জানান, ঈদকে সামনে রেখে জলদস্যু বাহিনী বামনীয় নদী ও ছোট ফেণী নদীতে ব্যাপক হারে মোটা অংকের চাঁদাবাজি করে আসছে। এছাড়া বিভিন্ন খামার বাড়ী থেকে কৃষকদের গরু, মহিষ, ছাগল, ভেড়া লুট করে ট্রলার যোগে মীরসরাই হয়ে চট্টগ্রামের দিকে নিয়ে যায়। জলদস্যু বাহিনীর অত্যাচার নির্যাতন পূর্বের তুলনায় বর্তমানে অনেক বেড়ে গেছে।
- মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে