সর্বশেষ

সেনবাগে মাদ্রাসার বার্ষিক মাহফিল নিয়ে দু’ক্ষের সংঘর্ষে আহত ৮, দোকান ভাঙচুর

সেনবাগ প্রতিনিধি: 
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে মাদ্রাসার বার্ষিক মাহফিল নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে রোববার সকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাহাদুরকে (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, খাজুরিয়া ইসলামীয়া মাদ্রাসা ও সদ্য প্রতিষ্ঠিত খাজুরিয়া সর্দার পাড়া এলাকার আল-জামেয়া ইসলামীয়া মাদ্রাসা নিয়ে গ্রামবাসি সম্প্রতি বিভক্ত হয়ে পড়ে। রোববার আল-জামেয়া ইসলামীয়া মাদ্রাসা বার্ষিক মাহফিলের (কাফেলা) পক্ষে প্রচারণা চালানোর সময় মোঃ বেলাল হোসেনকে (৩২) খাজুরিয়া বাজারে একই এলাকার খাজুরিয়া ইসলামীয়া মাদ্রাসার পক্ষের লোকজন মারধর করে। এই ঘটনার খবর শুনে সর্দারপাড়া এলাকা থেকে ৩০-৩৫ জনের একদল লোক খাজুরিয়া বাজারে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে দুলাল (৩০), আবদুল মালেক (৫০), আবদুল মন্নানসহ (৬০) আরো অন্তত ৬জন আহত হয়। এসময় বাজারের অন্তত ৫টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এই ঘটনায় থানায় কোন পক্ষ এখনও লিখিত অভিযোগ দেননি।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.