নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাটে মাদকদ্রব্য মামলার স্বাক্ষী দেয়ায় মাদক বিক্রেতা ও স্বাক্ষীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ১জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও অপরাপর আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র থেকে জানাযায়, গত মঙ্গলবার চরকাঁকড়া ৮নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম একই এলাকার মাদকদ্রব্য ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ডিবি পুলিশের দায়ের করা মামলায় স্বাক্ষী দেওয়া শেষে নোয়াখালী মাইজদী কোর্টে বারান্দায় কথাকাটাকাটির জের ধরে পেশকারহাট বাজারে বুধবার বিকেলে ও বৃহস্পতিবার সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। আহতরা হলেন, আবুল কাশেম মেম্বার (৫০), মাদক ব্যাবসায়ী সবুজ (৩৫), আবু নাছের (২৮), আবু ছায়েদ (২৬), ডালিম (২০), সাহাব উদ্দিন (৪০), শিমুল (২৫), শাহিন (২৪), বাছির (১৮)। এদের মধ্যে গুরুতর আহত ডালিমকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অন্যান্যদেরকে কোম্পানীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। বাজারের দোকান পাট বন্ধ থাকে। সংঘর্ষের আতঙ্কে বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতি ছিল নগন্য।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।