নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড সরকারি মুজিব কলেজ সংলগ্ন শুটকি ব্যাপারী পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ৬জন আহত হয়েছে। আহতরা হচ্ছে, আবু ছায়েদ (২২), সহেল (২১), রনি (১৮), কোরবান আলী (২১), মিজান (১৭) ও শিপন (১৬)। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্র থেকে জানাযায়, একই এলাকার মাদক ব্যবসায়ী মিজান দীর্ঘদিন ধরে কলেজ আঙ্গিনা ও বসুরহাট বাজারে মাদক দ্রব্য বিক্রির বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। একই এলাকার মাদক ব্যবসার পার্টনার আবু ছায়েদের সাথে মিজানের মতভেদ দেখা দিলে দু’জনের কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবু ছায়েদ গ্রুপ ও মিজান গ্রুপের মধ্যে সরকারি মুজিব কলেজের পিছনের রাস্তার ওপর দু’গ্রুপের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। এ ঘটনায় আবু ছায়েদ বাদী হয়ে তার মাদক ব্যবসায়ী পার্টনার মিজানসহ ৪জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করে। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।