মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
লক্ষ্মীপুরে ২৭০টি স্বপ্ন পরিবারের মধ্যে রিক্সা, সেলাই মেশিন বিতরণ
সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর থেকেঃ
লক্ষ্মীপুর সদর উপজেলায় ২৭০টি স্বপ্ন পরিবারের মধ্যে গত মঙ্গলবার ৮০টি রিক্সা, ১০০টি গরু, ৬০টি সেলাই মেশিন ও ৩০টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। ডরপেয়ে স্বপ্ন প্যাকেজ যাদের ২টি সন্তান এবং যারা পরিবার পরিকল্পনার গ্রহন করেছে তাদের মধ্যে রিক্সা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু ছাড়াও একটি করে ঘর ও স্বাস্থ্য সম্মত পায়খানা বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম. গোফরান, ডরপের জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন আহমেদ, উপজলে সমন্বয়কারী মাকছুদুর রহমান।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।