মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
রাজনৈতিক সংবাদ
দেশবাসীকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী ভারতের সাথে এককভাবে দেশ বিরোধী চুক্তি করেন- মওদুদ আহমদ
দেশবাসীকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী ভারতের সাথে এককভাবে দেশ বিরোধী চুক্তি করেন- মওদুদ আহমদ
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, দেশবাসীকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী ভারতের সাথে এককভাবে ৫০দফা দেশ বিরোধী চুক্তি করেন। তিনি ভারতে যাওয়ার পূর্বে দেশের জনগণকে অবহিত না করে স্বাক্ষর করে এসেছেন। তিনি দেশের সবাইকে অন্ধকারে রেখে একক ভাবে চুক্তি করে এসেছেন। চট্টগ্রাম বন্দর ট্রানজিট করিডোর ব্যবহার করলে আমাদের নিরাপত্তার প্রশ্ন দেখা দেবে। প্রধানমন্ত্রী অসম চুক্তি করে জাতীয় স্বার্থ বিষর্জন দিয়েছেন। দেশের জনগণ তা মেনে নেবে না।
এ চুক্তিতে দেশের মানুষ ভারত নির্ভরশীল হয়ে যাবে। ভাতর চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে দেশ অর্থনৈতিক ভাবে পঙ্গ হয়ে যাবে। আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য। এ সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। দলমত নির্বিশেষে সবাই ভারত নির্ভরশীল হয়ে যাবে। জাতীয়তাবাদী দেশ প্রেমিক সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে আমরা কোন অগণতান্ত্রিক শক্তি শাসন করতে দেখতে চাই না। সবাইকে সাংবিধানিক ভাবে রাজনীতি করতে দিতে হবে। বিভক্ত জাতি কোন উন্নতি করতে পারে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুন্ন হলে ৪ বছর পর জনগণ আপনাদেরকে সেভাবে জবাব দেবে। তিনি শনিবার সকাল ১১টায় বসুরহাট ফুড ফেয়ার রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ (আল হারুন), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান রিপন, ছাত্রদল সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর ছাত্রদল সভাপতি শওকত হোসেন ছগির প্রমুখ নেতৃবৃন্দ।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।