মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের উত্তর শাহজাদপুর গ্রামে আমেরিকা প্রবাসী ইদ্রিছ মিয়ার বাড়ীতে শুক্রবার গভীর রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একটি মাইক্রোবাস যোগে ১৫-২০জনের সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে ঢুকে প্রবাসীর দালানের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সকলকে হাত-পা বেঁধে বেদম মারধর করে। ডাকাত দল ওই বাড়ী থেকে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১১হাজার ৭শ টাকা আড়াই হাজার ডলার মোবাইল সেট ৩টি, চার্জ লাইট ৫টি ও মূল্যবান ব্যবহারী সামগ্রী সহ প্রায় ৩০ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাত দলের প্রহারে আমেরিকা প্রবাসী হাজী ইদ্রিছ মিয়া (৬৫), তার স্ত্রী (৫৫), তার জামাতা আবুল হাসেম (৪৫), তার স্ত্রী পারুল (৩৫) আহত হয়। এদের কে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে থানায় কোন মামলা হয়নি।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।