মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
কোম্পানীগঞ্জে একুশে ব্যাডমিন্টনে ফারিয়া জয়ী
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা গেইট স্পোর্টস সোসাইটির আয়োজনে বুধবার একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১০ কোয়াটার ফাইনালে ফারিয়া, জেরিন ইলেক্ট্রনিক্স, সাহাদ-জোবায়ের জুটি ও টু-ফ্লাওয়ার জয়ী হয়। খেলায় পালসার গ্রুফকে ৩-১গেইমে হারিয়ে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটি এসোসিয়েশন (ফারিয়া), বন্ধু জুটিকে ২-০ গেইমে হারিয়ে জেরিন ইলেক্ট্রনিক্স, মুছা জুটিকে হারিয়ে টু-ফ্লাওয়ার ও টু-ষ্টারকে ৩-১গেইমে হারিয়ে সাহাদ-জোবায়ের জুটি জয়ী হয়ে সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়।
খেলায় পালসার গ্রুফ দাগনভুঞার পক্ষে খেলোয়াড় ছিলেন, বাংলাদেশ রেঙ্কিং ২য় স্থানের খেলোয়াড় রইচ, স্থানীয় খেলোয়াড় মুন্না ও তছলিম। অপর দল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটি এসোসিয়েশন (ফারিয়া) এর খেলোয়াড ছিলেন, বাংলাদেশ রেঙ্কিং ও বাংলাদেশ বিমানের খেলোয়াড় তুষার এবং গুলশান ক্লাবের সালা উদ্দিন। উক্ত খেলায় বাংলাদেশ রেঙ্কিং ও বাংলাদেশ বিমানের খেলোয়াড় তুষারকে ম্যান অব দ্যা ম্যাচ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ মাফুজুল হক, ডাঃ মুনিরুজ্জামান, ডাঃ আবদুল হক, ডাঃ জহির উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব, উপজেলা প্রকৌশলী ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জসিম, মোঃ কামাল হোসেন, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শাহআলম, সদস্য সচিব মোঃ শরফুদ্দিন শাহীন (সাংবাদিক), যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন, শওকত আজিম জাবেদ, মোঃ রফিক, উপজেলা ছাত্রলীগ জায়েদল হক কচি, যুবলীগ নেতা রুমেল চৌধুরী প্রমূখ।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।