মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড গরুবাজার এলাকায় বুধবার রাতে প্রতারক দুই খোনকারকে গণপিটুনি দিয়ে জনতা আটক করে রাখে। পরে তাদের স্বজনেরা মুচলেকা দিয়ে উদ্ধার করে, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতারক খোনকাররা হলেন, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের আপিল উদ্দিন ব্যাপারী বাড়ী প্রকাশ গরু ব্যাপারী বাড়ীর হেকিম আবদুস ছাত্তার ও তার সহকারী চাঁড়াভিটি এলাকার আবদুল খালেক।
এলাকাবাসী জানায়, বসুরহাট উপজেলা জামে মসজিদের সামনে হেকিম আবদুস ছাত্তার দীর্ঘদিন থেকে ভুয়া খোনকার সেজে প্রতারণা করে আসছিল। বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডের গরুবাজার এলাকার জমিদার বাড়ীর কামাল তার খপ্পরে পড়ে। ছাত্তার তার কাছ থেকে তাবিজ-কবজ উঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। বুধবার রাতে ওই বাড়ীর কামালের ঘরে বাটি চালান দিয়ে ছাত্তারের সহকারী আবদুল খালেক তার পায়ের আঙ্গুলের চিপা থেকে একটি তাবিজ গর্তে ফেলে উঠানোর সময় প্রত্যক্ষদর্শীরা তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে গুরুত্ব আহত করে। তার স্বজনেরা খবর পেয়ে ওই বাড়ীতে গিয়ে মুছলেকা দিয়ে তাদের দু‘জনকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাটের সৃষ্টি হয়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।