সর্বশেষ

সাধারণ সম্পদে প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ


সামগ্রিক কৃষি সংস্কার ও উপকূলীয় অঞ্চলে সাধারণ সম্পদে প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণের দাবিতে বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারণলিপি প্রদান করে। গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান উপকূল ক্যাম্পেইন গ্রুপ ও পার্টিসিপটেরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এ মানববন্ধনের আয়োজন করে। 
মানববন্ধন শেষে সমাবেশে বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রভাবশালী মহল একদিকে খাল-নালা দখল করে মিষ্টি পানির ধারণক্ষেত্র ধ্বংস করছে; অন্যদিকে মুনাফার লোভে কৃষি জমিতে লোনা পানি তুলে চিংড়ি চাষ করে কৃষি ব্যাবস্থাকে বিপন্ন করে তুলছে। এসময় তারা সাধারণ সম্পদে প্রান্তিক মানুষের কতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানায়। 
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.