নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে নারী-পূরুষ ও শিশুসহ দু’দিনে ২শতাধিক আক্রান্ত হয়েছে। ৫০ শয্যায়ের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা হাসপাতালের বারান্দায় ও মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১১টি বেসরকারী প্রাইভেট ক্লিনিকে গত দু’দিনে ডায়রিয়া, পেটের পিডা ও নিউমোনিয়া রোগে ২শতাধিক রোগী ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে জানাযায়।
প্রচন্ড গরম ও পানি বাহিত কারণে এ সকল রোগ মহামারি আকারে দেখা দিয়েছে। হাসপাতালে সরকারের দেয়া স্যালাইন প্রয়োজনের তুলনায় সরবরাহ কম বিধায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা বাহিরের থেকে স্যালাইন সংগ্রহ করে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। একদিকে প্রচন্ড গরম আবার অন্যদিকে বিদ্যুতের টানা ২দিনের লোডশেডিং এর কারণে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে। হাসপাতালের ডাক্তারেরা জানান, প্রতিদিন ডায়রিয়া, পেটের পিডা ও শিশুদের নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের বারান্দা ও অলিগলিতে রেখে রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তারা। অনেকে হাসপাতালের স্থান না পেয়ে ১১টি বেসরকারী প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।
- মোঃ শরফুদ্দিন শাহীন