মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালীতে প্রাক-বাজেট আলোচনায় স্বাস্থ্য শিক্ষা ও কৃষি খাতে বাজেট বৃদ্ধির দাবি
নোয়াখালীতে প্রাক-বাজেট আলোচনায় স্বাস্থ্য শিক্ষা ও কৃষি খাতে বাজেট বৃদ্ধির দাবি
আসন্ন বাজেটে গ্রামপ্রতি বিদ্যালয় স্থাপন, চরাঞ্চলে স্বাস্থ্যসেবা বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বক্তারা। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ ও অ্যাকশান নেটওয়ার্ক-প্রান আয়োজিত এক প্রাক বাজেট সেমিনারে বক্তারা এ দাবি জানায়।
সুপ্র নোয়াখালীর সভাপতি মনু গুপ্তর সভাপতিতে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্র জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, সুধারাম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সিপিবি’র সাধারণ সম্পাদক জাফর উল্যা বাহার, সোনাপুর কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তাফা ইকবাল, ইউপি সদস্য রৌশন আক্তার লাকি, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ প্রমুখ।
বক্তরা আসন্ন জাতীয় বাজেটে নোয়াখালীর দক্ষিণাঞ্চলে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষির সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাজেটে এ অঞ্চলের কৃষির জন্য বিশেষ বরাদ্দ, সেচ ব্যবস্থার উন্নয়ন, নোয়াখালী খাল সংস্কার ও শষ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেন।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।