নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামে বাপেক্সের সুন্দলপুর তেল গ্যাস অনুসন্ধান প্রকল্পের কনষ্ট্রাকশন কাজ চলাকালে সোমবার দপুরে স্থানীয় সন্ত্রাসীরা ইট ভাঙ্গার কাজ বন্ধ করে লেবার দেরকে মারধোর করে। ঠিকাদারী প্রতিষ্ঠান হক ট্রেডার্স কূপ খনন প্রকল্পে কনষ্ট্রাকশন কাজ করার জন্য লেবার দিয়ে মেশিনের মাধ্যমে ইট ভাঙ্গার কাজ করে আসছে। স্থানীয় সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে সোমবার দুপুরে সৌরভ (২৬), আরিফ (২৫), মামুন (২২), শামীম (২০) ও দেলওয়ার (১৯) এর নেতৃত্বে কূপ খনন স্থানে কনষ্ট্রাকশন কাজের ইট ভাঙ্গার মেশিন ফেলে দিয়ে লেবারদেরকে মারধোর করে কাজ বন্ধ করে দেয়। প্রকল্পে কর্মরত শ্রমিকেরা স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
পরে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে বিকেল ৫টার পর থেকে পূনরায় শ্রমিকরা কাজ আরম্ব করে।
এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হয়েছে।