সভাপতিকে অব্যাহতির পর নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা
সভাপতি পদ থেকে অধ্যাপক মোহাম্মদ হানিফকে অব্যাহতি দেয়ার পর শনিবার নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য, দলের সকল উপজেলা চেয়ারম্যান এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা সুত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি পদ থেকে অধ্যাপক মোহাম্মদ হানিফকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত কেন্দ্রে প্রেরণের পর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে তা অনুমোদন হওয়ায় সভানেত্রী শেখ হাসিনাকে সভায় উপস্থিত সভায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায়। এছাড়া চট্টগ্রামের বসবাসরত নোয়াখালীর বাসিন্দাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ভোটদানে উদ্বুদ্ধ করতে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে চট্টগ্রামে গিয়ে প্রচারণায় অংশ নেয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে শনিবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে নেতাকর্মীরা চাঙ্গা রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলকে গতিশীল করতে জুন মাসকে সাংগঠনিক মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে।
ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী এমপি, মোহাম্মদ আলী, সাহাবুদ্দিন, অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, আবু তাহের, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, অধ্যাপক ওয়ালীহ, মোহাম্মদ উল্যা ভিপি, আ ফ ম বাবু, মহিউদ্দিন আহম্মেদ, মামুনুর রশিদ কিরন, আব্দুল ওয়াদুদ পিন্টু, সহিদ উল্যা খান সোহেল, মোস্তফা ইকবাল, ইমন ভট্ট, একরামুল হক বিপ্লব প্রমুখ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।