সর্বশেষ

চট্রগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হচ্ছে

সভাপতিকে অব্যাহতির পর নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা

সভাপতি পদ থেকে অধ্যাপক মোহাম্মদ হানিফকে অব্যাহতি দেয়ার পর শনিবার নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য, দলের সকল উপজেলা চেয়ারম্যান এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা সুত্রে জানা যায়,  গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি পদ থেকে অধ্যাপক মোহাম্মদ হানিফকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত কেন্দ্রে প্রেরণের পর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে তা অনুমোদন হওয়ায় সভানেত্রী শেখ হাসিনাকে সভায় উপস্থিত সভায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায়। এছাড়া চট্টগ্রামের বসবাসরত নোয়াখালীর বাসিন্দাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ভোটদানে উদ্বুদ্ধ করতে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে চট্টগ্রামে গিয়ে প্রচারণায় অংশ নেয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে শনিবার রাতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে নেতাকর্মীরা চাঙ্গা রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলকে গতিশীল করতে জুন মাসকে সাংগঠনিক মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে।

ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন  একরামুল করিম চৌধুরী এমপি, মোহাম্মদ আলী, সাহাবুদ্দিন, অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, আবু তাহের, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, অধ্যাপক ওয়ালীহ, মোহাম্মদ উল্যা ভিপি, আ ফ ম বাবু, মহিউদ্দিন আহম্মেদ, মামুনুর রশিদ কিরন, আব্দুল ওয়াদুদ পিন্টু, সহিদ উল্যা খান সোহেল, মোস্তফা ইকবাল, ইমন ভট্ট, একরামুল হক বিপ্লব প্রমুখ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.