সর্বশেষ

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তারা গান্ধী


 কোন নির্দিষ্ট এলাকা নয়, পুরো দেশটাতে গান্ধী সংস্থা গড়ে তুলতে হবে

মহাত্মা গান্ধীর প্রপৌত্রী দিল্লীস্থ গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়াপার্সন তারা গান্ধীর বলেছেন, ভয় আর পরিবেশের নানা মাত্রিক দূষণে আজকে মানুষ অতিষ্ট। করুনা, ভালোবাসা ও ক্ষমা দিয়ে এসব জয় করতে হবে। নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ননা করে তিনি বলেন, গান্ধীর আদর্শের প্রতি এখানকার মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত। তিনি বলেন, কোন একটি নির্দিষ্ট এলাকায় নয়, পুরো দেশটাতে গান্ধী সংস্থা গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাতে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারা গান্ধীর নোয়াখালী গমন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট।

ঝর্ণাধারা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ফজলে এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউছুফ, শিক্ষাবীদ বাসনা সেন গুপ্তা, মোল্লা হাবিবুর রাছুল মামুন এডভোকেট।

বক্তারা সমাজের সর্বস্তরে গান্ধীজির আদর্শ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।



নোয়াখালীতে আলোচনা সভায় বক্তব্য রাখছে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তারা গান্ধী




নোয়াখালীতে আলোচনা সভামঞ্চে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তারা গান্ধী

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.