মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তারা গান্ধী
কোন নির্দিষ্ট এলাকা নয়, পুরো দেশটাতে গান্ধী সংস্থা গড়ে তুলতে হবে
মহাত্মা গান্ধীর প্রপৌত্রী দিল্লীস্থ গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়াপার্সন তারা গান্ধীর বলেছেন, ভয় আর পরিবেশের নানা মাত্রিক দূষণে আজকে মানুষ অতিষ্ট। করুনা, ভালোবাসা ও ক্ষমা দিয়ে এসব জয় করতে হবে। নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ননা করে তিনি বলেন, গান্ধীর আদর্শের প্রতি এখানকার মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত। তিনি বলেন, কোন একটি নির্দিষ্ট এলাকায় নয়, পুরো দেশটাতে গান্ধী সংস্থা গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারা গান্ধীর নোয়াখালী গমন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট।
ঝর্ণাধারা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ফজলে এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউছুফ, শিক্ষাবীদ বাসনা সেন গুপ্তা, মোল্লা হাবিবুর রাছুল মামুন এডভোকেট।
বক্তারা সমাজের সর্বস্তরে গান্ধীজির আদর্শ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।
নোয়াখালীতে আলোচনা সভায় বক্তব্য রাখছে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তারা গান্ধী
নোয়াখালীতে আলোচনা সভামঞ্চে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তারা গান্ধী
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।