সর্বশেষ

চাটখিল উপজেলা সদরে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই

নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
খবর পেয়ে রামগঞ্জ, চৌমুহনী এবং জেলা সদর মাইজদী থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
দমকল বাহিনীর ভাষ্যমতে অগ্নিকান্ডে ক্ষতির পরিমান কোটি টাকার মতো হবে। তবে স্থানীয় ব্যবসায়ীদের মতে ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে ধারনা করছে দমকল বাহিনী।
চাটখিল বাজারের ব্যবসায়ী দিদারুল আলম জানান, কোনকিছু বুঝে উঠার আগে খুবভোরে আগুনে বাজারের বৈদ্যুতিক সামগ্রী, মুদি, কসমেটিকস সহ ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

বাহিনীর মাইজদী ইউনিটের ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে লক্ষীপর জেলার রামগঞ্জ এবং বেগমগঞ্জের চৌমুহনী ইউনিটসহ দমকল বাহিনীর তিনটি ঘটনাস্থলে যায়। একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন ভোর সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রনে আসে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.