নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
খবর পেয়ে রামগঞ্জ, চৌমুহনী এবং জেলা সদর মাইজদী থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
দমকল বাহিনীর ভাষ্যমতে অগ্নিকান্ডে ক্ষতির পরিমান কোটি টাকার মতো হবে। তবে স্থানীয় ব্যবসায়ীদের মতে ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে ধারনা করছে দমকল বাহিনী।
চাটখিল বাজারের ব্যবসায়ী দিদারুল আলম জানান, কোনকিছু বুঝে উঠার আগে খুবভোরে আগুনে বাজারের বৈদ্যুতিক সামগ্রী, মুদি, কসমেটিকস সহ ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
বাহিনীর মাইজদী ইউনিটের ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে লক্ষীপর জেলার রামগঞ্জ এবং বেগমগঞ্জের চৌমুহনী ইউনিটসহ দমকল বাহিনীর তিনটি ঘটনাস্থলে যায়। একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন ভোর সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রনে আসে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।