নোয়াখালীতে স্কুল এক ছাত্রীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলা কৃষ্ণরামপুর এলাকার একটি বাসা থেকে সুধারাম থানা পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে। ওই রাতেই পুলিশ অপহরণকারী সাইফুলকে (৪৮) গ্রেফতার করে। সাইফুল কবিরহাট উপজেলার পশুরামপুর গ্রামের আমিন উল্যার ছেলে।
অপহরণ ও ধর্ষনের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সাইফুলসহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার থানায় মামলা দায়ের করেন। একই দিন আদালতের মাধ্যমে সাইফুলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অপহৃত ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস বড়–য়া জানান, গত ১ মার্চ সদর উপজেলার পূর্ব নুরপুর গ্রামের বাড়ি থেকে কবিরহাট উপজেলার এলাহীপুর গ্রামে আত্মীয় বাড়িতে যাওয়ার পথে সাইফুল তার অপরাপর সহযোগীদের নিয়ে অস্ত্রের মুখে স্কুল ছাত্রীকে সিএনজি চালিত অটো রিকশায় তুলে চট্টগ্রামে নিয়ে আটকে রাখে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। সাত দিন পর চট্টগ্রাম থেকে এনে সদর উপজেলার কৃষ্ণরামপুর এলাকার জনৈক নুরনবীর বাড়িতে আটকে রাখে।
শুক্রবার ছাত্রীটি কৌশলে নুরনবীর স্ত্রীর মোবাইলে তার ভাইকে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সুধারাম থানায় অবহিত করা হয়। পুলিশ রাতেই ছাত্রীটিকে উদ্ধার এবং অপহরণকারী সাইফুলকে গ্রেফতার করে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।