সর্বশেষ

নোয়াখালীতে পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯৬৫ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে শনিবার বিকেলে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৯৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় ৬৫ জনের নাম এজাহারভুক্ত করে বাকীদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
গত শনিবার বিকেল ৫টার দিকে জেলা শহরের পৌর বাজারের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রধান সড়কে মিছিল বের করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুদ্ধ বিএনপি কর্মীরা যানবাহণ ভাংচুর ও ২টি বাসে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.