লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি মেঘনা নদীতে জাল ফেলার জায়গার দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতা, নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলা সদর আলেকজান্ডারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচটি বাড়ির ১১টি বসতঘরে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাবুল গুরুতর জখম হন। হামলাকারীরা দু’টো ট্রলারসহ বাবুল মেম্বারের ১০ জেলেকে অপহরণ করেন।
বাবুল মেম্বারের ট্রলারের মাঝি মো. ফিরোজ জানান, বাবুল মেম্বারসহ তারা চর আবদুল্লাহর অদূরে জাহাজডুবা চরের পাশে মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। ওই সময় মাছ ধরার জায়গার দখল নেয়ার জন্য তিনটি ট্রলার নিয়ে ৫০-৬০ জন লোক তাদের উপর হামলা চালায় এবং বাবুল মেম্বারকে কুপিয়ে জখম করে। হামলাকারীরা বেপরোয়া মারধর করে দু’টো ট্রলারসহ ১০ জনকে অপহরণ করে। তবে অপহৃতদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে বাবুল মেম্বারের লোকজন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহে আলম রায়হান, সাবেক সভাপতি মো. জহির উদ্দিন সুমন ও যুবলীগ নেতা সাইফুদ্দিনকে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে পিটিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা পশ্চিম আলেকজান্ডার গ্রামের নুর আলম ও কামালউদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে শিশুসহ চার নারীকে মারধর করে। পরে আবু নাছেরের বিক্ষুব্ধ লোকজন আসলপাড়া গ্রামে হামলা চালিয়ে বাবুল মেম্বারের বসতঘরসহ কামাল হাওলাদারের বাড়ি এবং রফিক হাওলাদারের বাড়ির ছয়টি বসতঘর ভাঙ্গচুর ও লুটপাট করে পুড়িয়ে দেয়। এ সময় তারা পার্শ্ববর্তী নুরজাহান, জনু মাঝি ও মো. আকবারের বসতঘর ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন আসলপাড়া গ্রামে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
লক্ষ্মীপুরের সংবাদ
lakshmipur-news
লক্ষ্মীপুর রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য-আ.লীগ নেতাসহ আহত ১৫
লক্ষ্মীপুর রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য-আ.লীগ নেতাসহ আহত ১৫
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।