সর্বশেষ

লক্ষ্মীপুরে দুই শিবির কর্মীসহ আটক ১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি: 
লক্ষ্মীপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে রোববার রাত থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই শিবির কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে লক্ষ্মীপুর সদর থেকে সাতজনকে, রামগঞ্জ থেকে তিনজন, রামগতি থেকে একজন, কমলনগর থেকে তিনজন ও রায়পুর উপজেলা থেকে দুই শিবির কর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

চলতি বছরের গত পাঁচ মাসে লক্ষ্মীপুরে ৩৩টি হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার রাতে (২৫ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের যুবলীগ কর্মী রোমান হোসেনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতি রোধে এ অভিযান শুরু হয়েছে। তবে অভিযানে তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধার করা যায়নি তাদের ব্যবহৃত অস্ত্র ও গুলি।
  • কবির হোসেন

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.