সর্বশেষ

লক্ষীপুরে গুলিবিদ্ধ হয়ে শীর্ষ সন্ত্রাসী খোকন নিহত

লক্ষীপুর প্রতিনিধি: 
লক্ষ্মীপুরে ‘গুলিবিনিময়ে’ স্থানীয় সন্ত্রাসী দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খোকন (৩৮) নিহত হয়েছে। নিহত খোকন লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। সোমবার দিবাগত রাত ২টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে কার বা কাদের সঙ্গে গুলিবিনিময় হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

লক্ষীপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন রাত সাড়ে ১২টার দিকে তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে দিঘুলী ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ গুলিবিনিময়ের শব্দ শুনে পুলিশ এগিয়ে যায়। পরে একটি বাগান থেকে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় খোকনকে উদ্ধার করা হয়। দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কার সঙ্গে কী কারণে ঠিক কোথায় গুলিবিনিময় হয়েছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি এসআই জিল্লুর। তবে, নিহত খোকন সন্ত্রাসী দিদার বাহিনীর সেকেন্ড ইন কামান্ড এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
  • কবির হোসেন

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.