সর্বশেষ

নোয়াখালীতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

লোকসংবাদ প্রতিবেদন
নোয়াখালী সদর উপজেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস। বৃহস্পতিবার সকালে এনআরডিএস বিনোদপুর মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সলিমুল্ল্যা বাহার হিরণের সভাপতিত্বে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএস’র প্রধান নির্বাহী আবদুল আউয়াল ও বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য নারী নেত্রী রওশন আক্তার লাকী।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পোশাক ও শিক্ষা উপকরণ বৃত্তি হিসেবে তুলে দেয়া হয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এনআরডিএস এর উদ্যোগে নোয়াখালী জেলার অন্যান্য উপজেলাতেও একইভাবে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথি নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান তাঁর বক্তব্যে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এনআরডিএস নির্বাহী প্রধান আবদুল আউয়াল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সলিমুল্ল্যা বাহার হিরণ শিক্ষাবৃত্তির উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষা বৃত্তি প্রদানের ধারাকে আরো এগিয়ে নেয়ার জন্য অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানান।
  • শ ই মুকুল

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.