সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কয়েকদিন আগে একটি মোবাইল ফোন সেট চুরির ঘটনা নিয়ে সাথে স্থানীয় রুবেলের সাথে রেদোয়ান হোসেনের বিরোধ সৃষ্টি হয়। রোববার রাতে রুবেল সহ আরো কয়েক যুবক জুয়া খেলার সময় দোলোয়ার তাদেরকে বাধা দেন। এরপর রুবেল ও তার সহযোগীরা বাড়ির পাশের একটি দোকান থেকে রেদোয়ানকে ধাওয়া দিয়ে আটক করে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ইটের আঘাতে তার মাথা থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলে রেদোয়ানের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়না তদন্তের জন্য নোয়াখালী জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, নিহত রেদোয়ান হোসেন লেদু পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান হাবিব হাসান জানান, রেদোয়ান হোসেন যুবলীগের স্থনীয় কর্মী ছিলেন।
- আবু নাছের মঞ্জু