সর্বশেষ

রামচন্দ্রন-ইকেদা অ্যাওয়ার্ড পেলেন নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক নব কুমার রাহা

নব কুমার রাহা
লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক নব কুমার রাহা ভারতের জি রামচন্দ্রন-ইকেদা অ্যাওয়ার্ড লাভ করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীর আদর্শ ধরে রেখে কাজ করে যাওয়ার স্বীকৃতি হিসেবে তাঁকে গত বৃহস্পতিবার এ স্বীকৃতি দেওয়া হয়। এ খবর জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া।

মানবাধিকারকর্মী নব কুমার রাহা (৫১) দীর্ঘদিন ধরে গান্ধী আশ্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। নোয়াখালীসহ আশপাশের এলাকায় অহিংস আদর্শ এবং দরিদ্র ও সংখ্যালঘুদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা, সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে তাঁর গান্ধীবাদী আদর্শ ওই অঞ্চলের অন্তত লাখ লাখ মানুষের জীবন ছুঁয়ে গেছে।

ব্রিটিশ  শাসনামলের শেষের দিকে অবিভক্ত ভারত বর্ষের বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে। কলকাতার পর ১৯৪৬ সালের অক্টোবর মাসে পূর্ব বাংলার নোয়াখালীতেও এ সাম্প্রদায়িকতার বিষবাষ্প  ছড়িয়ে পড়ে। সে দুঃসময়ে মহাত্মা মোহন দাস করমচাঁদ গান্ধী শান্তি মিশন নিয়ে  অসহায় মানুষের পাশে দাঁড়াতে নোয়াখালীতে আসেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.