লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালীর বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ন প্রকল্প সম্পূর্ন ও আংশিক বিধ্বস্ত হয় । মঙ্গলবার রাত নয়টার দিকে বয়ে যাওয়া এ ঝড়ে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছপালা উপড়ে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় দেখা দেয়। জেলা শহরে প্রায় আটঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ঝড়ে ভেঙ্গে যাওয়া বাড়ির বাগান থেকে গাছের ঢাল কুড়াতে গিয়ে ভোরে সদর উপজেলার বিনোদপুর গোপাই গ্রামের শংকর কুমারের ছেলে অসীম কুমার দেবনাথ বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায়। সে স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সূর্বণচরের চরবাটা ও চর জুবলী এবং সদর উপজেলার আন্ডারচর। এই দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুন আনম সেলিম ও অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন জানান, তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা দেয়ার জন্যে তালিকা প্রস্তুত করা হচ্ছে।