লোকসংবাদ প্রতিনিধি:
চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু নাছের মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, সহ সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুর রহমান শামীম, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুর রহিম বাবুল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুবু রহমান, সুপ্রর জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ, সাংবাদিক গবেষক মাহমুদুল হক ফয়েজ, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি অমৃত লাল ভৌমিক সুমন।
বক্তাগণ চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঞ্চিত, নির্যাতিত, অসহায়, হতদরিদ্র মানুষের খবর গণমাধ্যমে তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করেন।