সর্বশেষ

নোয়াখালীতে মহান বিজয় দিবস উদযাপিত

লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীতে বিজয় দিবসের প্রথম প্রহর থেকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন করেন জেলা বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো: ইলিয়াছ শরিফ, আওয়ামীলীগের অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, আবু তাহের, আবদুল ওয়াদুদ পিন্টু, বিএনপির এডভোকেট এবিএম জাকারিয়া, মাহবুব আলমগীর আলো, জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন ও নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংষ্কৃতিক সংগঠনের নেতৃবিন্দ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের শহীদ বেদীতে  পুস্পস্তবক অর্পন করেন। মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ যৌথভাবে শহরে বিজয় শোভাযাত্রাবের করে। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেয়। পৃথকভাবে পুলিশ প্রশাসন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও পুস্কার প্রদান করে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.