লোকসংবাদ প্রতিনিধি:
‘মানবতা বিরোধীদের প্রতিহত করি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ি’ এই শ্লোগান নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণসাক্ষর সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সাক্ষর প্রদানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশব্যাপী চলমান গণসাক্ষর অভিযানের অংশ হিসেবে অনলাইন পোর্টাল বাংলাদেশ প্রেস এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় তিনি মুক্তিযুদ্ধের শিক্ষক, শিক্ষার্থীদেরকে চেতনায় দেশগড়ার কাজে আত্মনিযোগ এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদকে প্রতিহত করার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, বাংলাদেশ প্রেস’র জেলা প্রতিনিধি ও গণসাক্ষর কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মো. নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
‘মানবতা বিরোধীদের প্রতিহত করি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ি’ এই শ্লোগান নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণসাক্ষর সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সাক্ষর প্রদানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশব্যাপী চলমান গণসাক্ষর অভিযানের অংশ হিসেবে অনলাইন পোর্টাল বাংলাদেশ প্রেস এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় তিনি মুক্তিযুদ্ধের শিক্ষক, শিক্ষার্থীদেরকে চেতনায় দেশগড়ার কাজে আত্মনিযোগ এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদকে প্রতিহত করার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, বাংলাদেশ প্রেস’র জেলা প্রতিনিধি ও গণসাক্ষর কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মো. নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।