লোকসংবাদ প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার কুলখানি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দিনভর ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে আয়োজিত এই কুলখানিতে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মন্ত্রী, এমপিদের পাশাপাশি প্রায় অর্ধলক্ষ লোক অংশগ্রহ করে। ওবায়দুল কাদের নিজে ও বসুরহাট পৌর মেয়র মির্জা আব্দুল কাদের মেজবানদের তদারকি করেন।
এসময় বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিদ রায় নন্দি, অ্যাডভোকেট আফজাল হোসেন, কাজী মাহজারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান চৌধুরী তুহিন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা গত সোমবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার কুলখানি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দিনভর ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে আয়োজিত এই কুলখানিতে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মন্ত্রী, এমপিদের পাশাপাশি প্রায় অর্ধলক্ষ লোক অংশগ্রহ করে। ওবায়দুল কাদের নিজে ও বসুরহাট পৌর মেয়র মির্জা আব্দুল কাদের মেজবানদের তদারকি করেন।
এসময় বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিদ রায় নন্দি, অ্যাডভোকেট আফজাল হোসেন, কাজী মাহজারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান চৌধুরী তুহিন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা গত সোমবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।