সর্বশেষ

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করবে প্রেস কাউন্সিল

লোকসংবাদ প্রতিনিধি :
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাংবাদিকদের মানোন্নয়নে নীতিমালা প্রনয়ণের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।
তিনি শনিবার সন্ধ্যায় নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের প্রতি অন্যায় অনিয়ম দুর্নীতির চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান।  সাংবাদিকদেরকে পেশাগত সকল প্রতিকূলতা মেধা, যোগ্যতা ও সততা দিয়ে কাটিয়ে উঠার পরামর্শ দেন তিনি।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান জানান, সারা দেশেসাংবাদিকদের তালিকা তৈরির কাজ চলছে। রাষ্ট্রে জঙ্গিবাদ দমন ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসনের প্রতি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহবান জানান তিনি। মফস্বল সাংবাদিকদের দূরাবস্থা নিরসনে গণমাধ্যমমালিকদেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-দ্বীন, মীর মোশারেফ হোসেন মিরণ, মেসবাহ উল হক মিঠু, আবু নাছের মঞ্জু, হুমায়ুন কবির, নাছির উদ্দিন বাদল, মোঃ হানিফ, মামুন চৌধুরী, মহিন উদ্দিন চৌধুরী লিটন প্রমুখ। 

এ সময় জেলার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাশেম, একেএম জোবায়ের, সামছুল হাসান মিরন, আকবর হোসেন সোহাগ, জাহিদুর রহমান শামীম সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.