শ ই মুকুল :
৮ মার্চ সকালে নোয়াখালীর সোন্দলপুর ইউনিয়নে উন্নয়ন সংগঠন এনআরডিএস ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোন্দলপুর ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সামছুন্নাহার বেগম এর সভাপতিত্বে এনআরডিএস অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সোন্দলপুর ইউনিয়নের শতাধিক প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও নারী অধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক নারী আন্দোলনের এ বিশেষ দিনের শতবর্ষ ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। আশার কথা বেশ কিছু ক্ষেত্রে নারীদের উল্লেখ যোগ্য অগ্রগতি ও সাফল্য অর্জিত হয়েছে। তথাপি আজও নারীর প্রতি, সহিংসতা, বঞ্চনা, অধিকারহীনতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। এখনো আমাদের দেশে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক নারী যৌতুকের দাবীতে শারীরিক নির্যাতন, ধর্ষণ, এসিড নিক্ষেপসহ নানাধরনের সহিংসতার শিকার হয়। নারী অধিকার হচ্ছে মানবাধিকার, আসুন নারী নির্যাতন ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, নারীর জন্য রূপান্তরিত নিরাপদ পৃথিবী গড়ার সংগ্রামে আমরা সম্মিলিত হই।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএস প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, নারী নেত্রী সামছুন্নাহার, নাছিমা বেগম, সোন্দলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাকের হোসেন, মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনুলাল ভৌমিক, সোন্দলপুর প্রান্তিক কৃষক এসোসিয়েশনের সভাপতি বেচু মিয়া, সমাজ সেবক আবুল খায়ের প্রমুখ।