সর্বশেষ

এসডিজি অর্জনে নাগরিক সমাজের করণীয় শীর্ষক সংলাপে সমন্বিত উদ্যোগের দাবি

সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক তন্ময় দাস

নোয়াখালীতে এসডিজি অর্জনে নাগরিক সমাজের করণীয় শীর্ষক সংলাপ

সংলাপে বক্তব্য রাখছেন জেলা আওয়ামীলীগ সভাপতি খায়রুল আনাম সেলিম
লোকসংবাদ প্রতিবেদক, নোয়াখালী-
নোয়াখালীতে এসডিজি অর্জনে নাগরিক সমাজের করণীয় শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস আয়োজিত এ সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, সরকারি- বেসরকারি কর্মকর্তা, যুব সংগঠক, স্বেচ্ছাসেবী ও তৃণমূল প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এনআরডিএস’র নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এনআরডিএস কর্মকর্তা দিপ্তী নাথ ও নূরে আলম সিদ্দিকী।

প্যানেল আলোচক ছিলেন ডিএফআইডি’র গভার্নেন্স টিম লিডার এইসলিন বেকার, জেলা আওয়ামীলীগ সভাপতি খায়রুল আনাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল মমিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি অহিদ উদ্দিন মুকুল, জেলা সিপিবির সভাপতি  শহীদুল ইসলাম  বাবুল।

সংলাপে বক্তারা বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্য সরকারের পক্ষে কঠিন। এসডিজির অভিষ্ট অর্জনে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও উদ্যোক্তা সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

এসডিজি বিষয়ক সংলাপে জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক প্রতিনিধি অংশগ্রহণ করেন


লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.