সর্বশেষ

বেগমগঞ্জে নারীর বিরুদ্ধে বর্বর-মধ্যযুগীয় নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ ও নাগরিক সমাবেশ


লোকসংবাদ প্রতিবেদনঃ

সোমবার সকালে নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বানে বেগমগঞ্জে নারীর বিরুদ্ধে বর্বরতার প্রতিবাদে নোয়াখালী মুজিব চত্তরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় উন্নয়ন সংস্থা এনআরডিএসসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, গণমাধ্যম প্রতিনিধি, আইনজীবী, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে নোয়াখালী জেলার দল-মত নির্বিশেষে সকল স্তরের শতশত মানুষ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে। 

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা বেগমগঞ্জে নারীর প্রতি সংঘটিত মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানায়। পাশাপাশি দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন নির্যাতনসহ নারীর বিরুদ্ধে যে কোন ধরনের নির্যাতন বন্ধের সকলকে ঐক্যবধ্য হওয়ার আহ্বান জানান। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, উন্নয়ন কর্মী নাসিমা মুন্নী, নূর জাহান বেগম, ফারজানা তিথি, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস, আইনজীবি এমদাদ হোসেন কৈশোর। 

বক্তাগণ সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরেন এবং নির্যাতনের শিকার হওয়া সকল নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, আইনী ও মানবিক সহায়তার দাবী তোলেন। নির্যাতনের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং এ ধরনের মানবতা বিবর্জিত সহিংস আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নারি নির্যাতন বন্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ চক্র গড়ে তোলার আহ্বান জানান। 


লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.