মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে ঈদের দেখা করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ। রবিবার বিকালে জেলা আওয়ামী লীগ নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়াত খান ও ওবায়দুল কাদেরের ছোটভাই সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা মওদুদ আহমেদের বাড়ীতে পৌছলে তিনি তাদেরকে অভ্যার্থনা জানান। আ’লীগ নেতৃবৃন্দ প্রায় ৪০মিনিট মওদুদ আহমদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে আশার সময় বেগম হাসনা মওদুদের সাথে কুশল বিনিময়কালে ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জাকে উদ্যোশ্য করে বলেন, আপনি তো ঐতিহাসিক লোক। উল্লেখ্য বিগত আ’লীগ সরকারের আমলে আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার চেয়ারম্যান থাকা কালে তার ভূমিকা ছিল বিতর্কিত। এছাড়া আ’লীগ নেতৃবৃন্দ জামায়ত নেতা ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবু নাছের মোহাম্মদ আবু জাহের ও জামায়াত নেতা ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফারুকের বাড়ী কুশল বিনিময় করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।