নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহিবউল্লাপুর গ্রামের আবদুল হক পাটোয়ারীর বাড়িতে শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা এসময় বাড়ির বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নগট টাকা ও স্বর্ণাঙ্কারসহ প্রায় সাড়ে তিনলাখ টাকার মালামাল লুট করে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে; ঘটনাস্থল পরিদর্শকারী বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এনামূলহক জানান, ঘটনাটি ডাকাতি নয়; সন্ত্রাসী হামলা। স্থানীয় কবিরহাট বাজারের একটি দোকানে সিডি দেখা নিয়ে বাবু ও ফারুক নামে দুই যুবকের পূর্ববিরোধের জের ধরে ফারুকের নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী ওই হামলা ও লুটপাট চালায়।
গৃহকর্তা আবদুল হক পাটোয়ারী ছেলে আবদুল কাদের দাবি করেন, শনিবার রাত এগারটার দিকে ফারুক ও চেনিকামালের নেতৃত্বে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত অতর্কিতে তাঁদের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এরপর ডাকাতেরা ঘরের লোকজনকে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে ২ লাখ ১৪ হাজার টাকা ও দেড়ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।