তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনরায় উল্লেখ করে বলেছেন, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের সাথে সরকার বা আওয়ামী লীগের কোন আপস নেই। তিনি বলেন-সরকারি বিভিন্ন দপ্তর এবং প্রশাসনের প্রতি চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোনভাবেই পশ্রয় না দেয়ার বিষয়ে সরকার প্রধান এবং আওয়ামী লীগের হাইকমাণ্ড থেকে কঠোর নির্দেশ রয়েছে। এর পরও কেউ চাঁদাবাজ ও টেন্ডারবাজদের পশ্রয় দিলে নিজ দায়িত্বে দিতে হবেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন-জনবিচ্ছিন্ন রাজনৈতিক নেতা আর গনসংযোগহীন সাংবাদিকের মধ্যে কোন তফাৎ নেই। তাই সাংবাদিকদের জনগনের কাছে বেশি বেশি যেতে হবে। এলাকার মৌলিক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে পত্রিকার পাতায় তুলে ধরতে হবে। তাহলে সরকারের পক্ষে সমস্যা সমাধানে কাজ করা সহজ হবে।
ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যায় নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, নোয়াখালীর মানুষ গরিব নয়। কিন্তু কিছু সংখ্যক ভূমিগ্রাসী চরের হাজার হাজার একর খাস জমি অবৈধভাবে দখল করে নোয়াখালীর মানুষকে গরিব করে রেখেছে। এব্যাপারে সাংবাদিকেরা তাঁদের লেখনির মাধ্যমে সোচ্চার ভূমিকা রাখতে পারেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিন লাতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা ছাত্রলীগের সভাপতি ইমন ভট্ট।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।