সর্বশেষ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল: নোয়াখালীতে পাশের হার ৮৮ ভাগ

নোয়াখালীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতকরা পাশের হার ৮৮ভাগ। এ জেলায় ৩৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩ হাজার ১৭৫ জন। এরমধ্যে প্রথম বিভাগ ১০ হাজার ২২৩ জন, দ্বিতীয় বিভাগ ১৩ হাজার ২৭২ জন, তৃতীয় বিভাগ ৯ হাজার ৬৮০ জন। ৯টি উপজেলার মধ্যে সর্বোচ্চ পাশ কবিরহাট উপজেলায় শতকরা ৯২ দশমিক ৬৮ ভাগ এবং সর্বনিন্ম হাতিয়া উপজেলায় শতকরা ৭৯ দশমিক ২৩ ভাগ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ঘোষিত ফলাফলে নোয়াখালী সদর উপজেলায় ৬ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ হাজার ৯৯২ জন। পাশের হার ৮৮ দশমিক ৪২। বেগমগঞ্জ উপজেলায় ৮ হাজার ৩৭ জনের মধ্যে পাশ করেছে ৭ হাজার ৩৯৫ জন। পাশের হার ৯২ ভাগ। চাটখিল উপজেলায় ৩ হাজার ২৫১ জনের মধ্যে পাশ করেছে ৩ হাজার ১০ জন। পাশের হার ৯২ দশমিক ৫৮ ভাগ। সেনবাগ উপজেলায় ৪ হাজার ১২৮ জনের মধ্যে পাশ করেছে ৩ হাজার ৬৪৮ জন। পাশের হার ৮৮ দশমিক ৩৭ ভাগ। কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ হাজার ১২৩ জনের মধ্যে পাশ করেছে ২ হাজার ৬৩৩ জন। পাশের হার ৮৪ দশমিক ৩০ ভাগ। হাতিয়া উপজেলায় ২ হাজার ৭৬৪ জনের মধ্যে পাশ করেছে ২ হাজার ১৯০ জন। পাশের হার ৭৯ দশমিক ২৩ ভাগ। সুবর্ণচর উপজেলায় ২ হাজার ১২৫ জনের মধ্যে পাশ করেছে ১ হাজার ৭৭৭ জন। পাশের হার ৮৩ দশমিক ৬২ ভাগ। সোনাইমুড়ী উপজেলায় ৪ হাজার ৮৮০ জনের মধ্যে পাশ করেছে ৪ হাজার ১৪৭ জন এবং কবিরহাট উপজেলায় ২ হাজার ৫৭১ জনের মধ্যে পাশ করেছে ২ হাজার ৩৮৩ জন। পাশের হার ৯২ দশমিক ৬৮ ভাগ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.