সর্বশেষ

নোয়াখালী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

নোয়াখালী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা আগামি ২৭ ডিসেম্বর। এবার স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ১০ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জেলা শিক্ষা অফিস সুত্র জানায়, পরীক্ষার্থীদের প্রবেশ পত্র, প্রশ্নপত্র ও উত্তর পত্রের কাগজ ইতিমধ্যে স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। সুত্র  জানায়, জেলার নয়টি উপজেলার ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হল নোয়াখালী সদরের হরিনারায়ন পুর উচ্চ বিদ্যালয় ও পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়, চাটখিলের ভীমপুর উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জের মাকসুদা সরকারি বালিকা বিদ্যালয়, সুবর্ণচরের চরভাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, কবিরহাট উচ্চ বিদ্যালয় এবং হাতিয়ার ওছখালি উচ্চ বিদ্যালয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.