সর্বশেষ

নোবিপ্রবি’র ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণযোগ্য এবং অযোগ্য প্রার্থীদের নামের তালিকা (প্রার্থীর নাম ও রোল নম্বর অনুযায়ী) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd এ প্রকাশ করা হয়েছে।। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, ইতোমধ্যে যারা ডাকযোগে প্রবেশপত্র পায়নি তারা ভর্তি পরীক্ষার আগের দিন থেকে পরীক্ষার দিন দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে উপস্থিত হয়ে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
এজন্যে প্রত্যেককে অবশ্যই এক কপি ছবি সঙ্গে আনতে হবে। তিনি আরো জানান, ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। 

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.