মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
চর কাজী মোখলেস এ আইন ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেস এ শুক্রবার শেষ হল তিনদিনব্যাপী আইন ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ। উন্নয়ন সংস্থা এনআরডিএস ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে প্রশিক্ষণে আইনের বিভিন্ন ধারা ও মানবাধিকার সম্পর্কে ধারণা দেয়া হয়। চর কাজী মোখলেস অব্যাহত শিক্ষাকেন্দ্রের ৩০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করে নোয়াখালী মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ও গণসাক্ষরতা অভিযানের মিজ জেরিন।
২৫ ডিসেম্বর দুপুরে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অব্যাহত শিক্ষা কেন্দ্রের সভাপতি আহমদ উল্যাহ, হিরুমি রেজি: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, এনআরডিএস এর কর্মকর্তা শহীদুল ইসলাম মুকুল। প্রসঙ্গত: গণসাক্ষরতা অভিযানের সহায়তায় নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি – এনআরডিএস চর কাজী মোখলেসে শিক্ষার অধিকার বঞ্চিত প্রান্তিক মানুষের সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষার চর্চা ধরে রাখার লক্ষ্যে ২০০৮ সালে একটি অব্যাহত শিক্ষাকেন্দ্র চালু করে। কেন্দ্রে ৬০ জন শিক্ষার্থীর জন্য নিয়মিত সাক্ষরতা ক্লাস পরিচালনা পাশাপাশি রয়েছে বইপত্র, দৈনিক পত্রিকা, ম্যাগাজিন পড়া ও টেলিভিশনের মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান দেখার ব্যবস্থা।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।