সর্বশেষ

নোয়াখালীতে শেষ হলো গ্রামীণ জীবিকায়ন মেলা


চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও জীবিকায়ন সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুরে দুই দিনব্যাপী গ্রামীণ জীবিকায়ন মেলা শেষ হল বৃহস্পতিবার। নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস, এ্যকশন এইড ও সোন্দলপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্রান্তিক কৃষক সংগঠন।

সমাপনী দিনে সোন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর সরকার, এনআরডিএস’র নির্বাহী প্রধান আবদুল আউয়াল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আজমল হোসেন মন্ডল, প্রান্তিক কৃষক সংগঠনের সভাপতি বেচু মিয়া। সমাবেশে কৃষকরা তাদের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.