মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছাগলমারা খাল পুনঃসংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন
ছাগলমারা খাল পূণঃসংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়ার্ক-প্রান সহযোগিতায় সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
নোয়াখালী জেলা শহর মাইজদীর জলাবদ্ধতার প্রধান কারণ ছাগলমারা খালের অবৈধ দখল ও সংস্কার না হওয়ায় শহরে প্রতি বছর ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। ফলে শহরের জনসাধারণকে পোহাতে হয় নানাবিধ কষ্ট। ছাগলমারা খাল দখলমুক্ত ও সংস্কার না হলে বর্ষায় পানির নিচে চলে যাবে নোয়াখালী শহর। এতে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, জামাল হোসেন বিষাদ ও কামাল হোসেন মাসুদ প্রমুখ।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।