মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সোমবার দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আখি ব্রিকফিল্ডের ৩০হাজার টাকা ও তমা ব্রিকফিল্ডের ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোয়াখালী জেলা নির্বাহী মেজিস্ট্রট আসাদুজ্জামান আরডিসি ও জেলা সহকারী বন সংরক্ষক রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বন সংরক্ষক জানান উপকূলীয় অঞ্চলের বন বিভাগের সরকারী মূল্যবান গাছ কেটে বনদস্যুরা সাবাড় করেছে।
এই সকল গাছ স্থানীয় ব্রিকফিল্ড গুলোতে ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। ব্রিকফিল্ডে সরকারী মূল্যবান গাছ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আদালত তাদের জরিমানা করেছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।