মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
কোম্পানীগঞ্জে যুবককে জবাই করে হত্যার চেষ্টা
মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে সোমবার রাতে এক যুবককে সন্ত্রাসীরা জবাই করে হত্যার চেষ্টা করে। তাকে মমুর্ষ অবস্থায় বসুরহাট উপশম ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, আহত সোহেল (২৬) বসুরহাট হাসপাতাল গেইট নিউ মডেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করে। রাত ৮টার দিকে বসুরহাট থেকে বাড়ি ফেরার পথে হাবিবপুর গ্রামের নুর নবীর চৌধুরীর খামার সংলগ্ন রাস্তা দিয়ে যাবার সময় দুই জন সন্ত্রাসী তার গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে সোহেলের ঘাড়ের ওপর ছোরা চালিয়ে দেয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে আশংকা জনক অবস্থায় বসুরহাট উপশম ক্লিনিকে ভর্তি করার পর তার ঘাড়ে ৮টি স্ট্রিচ দেয়া হয়। হাসপাতালের ডাক্তার আহত সোহেলকে আশংকা মুক্ত বলে জানায়। এ ব্যপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।