নোয়াখালীর চাটখিলে রোববার ভোররাতে ডাকতের সাথে পুলিশের ঘন্টব্যাপী বন্দুক যুদ্ধে চাটখিল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির ও ৫ ডাকাত আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরী বন্দুক, ৩০ তাজা কার্তুজ, ৩ খোসা, ১টি ধারালো চাপাতি ও বেশ কিছু ডাকাতির সরঞ্জামসহ গুলিবিদ্ধ অবস্থায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। এরা হচ্ছে শহিদুল ইসলাম কিরন(২৭), শহিদুল ইসলাম শহিদ(২২), ইউসুফ ওরফে মিন্টু(২৮) ও রাসেল(২৪)। গ্রেপ্তারকৃতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে চাটখিল থানায় অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দ’ুটি মামলা হয়েছে।
দুপুরে নিজ সভাকক্ষে সংবাদ সম্মেলনে নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী জানান, চাটখিল উপজেলার প্রসাদপুর গ্রামের সোমপাড়া কলেজের পাশে আজহার উদ্দিনের সুপারি বাগানে বসে রাত আড়াইটার দিকে ১৪-১৫ সদস্যের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে চাটখিল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় পুলিও পাল্টা ২০ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা শহিদুল ইসলাম কিরন, শহিদুল ইসলাম শহিদ, ইউসুফ ওরফে মিন্টু ও রাসেল পুশিল গ্রেপ্তার করে। সকালে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদুল ইসলাম কিরনের বাড়ি চাটখিলের গোফাইবাগ গ্রামে। সে অস্ত্র ও ডাকাতি আইনে দায়েরকৃত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, ইউসুফ ওরফে মিন্টুর বাড়ি একই উপজেলার সোমপাড়া গ্রামে, রাসেলের বাড়ি দশানী টগবা গ্রামে এবং শহিদুল ইসলাম শহিদের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়া থানায়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চাটখিলে পুলিশ-ডাকাতের ঘন্টব্যাপী বন্দুক যুদ্ধে ওসিসহ আহত ৫।। ৫টি বন্দুক, ৩৩ রাউন্ড গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার, ৪ ডাকাত গ্রেপ্তার
চাটখিলে পুলিশ-ডাকাতের ঘন্টব্যাপী বন্দুক যুদ্ধে ওসিসহ আহত ৫।। ৫টি বন্দুক, ৩৩ রাউন্ড গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার, ৪ ডাকাত গ্রেপ্তার
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।