সর্বশেষ

নোয়াখালীতে ৪ দিনব্যাপী মানবাধিকার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মানবাধিকার শিক্ষা বিষয়ক ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ বৃহস্পতিবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। দ্যা রয়েল ডেনিশ অ্যামবাসির সহায়তায় প্রশিক্ষণটির আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস(বিটা)। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণী পেশার ২৪ জন অংশগ্রহণকারী ছিলেন।
বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেজবাহ্ উদ্দীন চৌধুরী।
বিটার নির্বাহী পরিচালক শিশির দত্তের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিটার পরিচালক মৌসুমী ভৌমিক, প্রকল্প সমন্বয়কারী কাজী শহিদুল ইসলাম, পার্টনারশীপ কো-অর্ডিনেটর অসীম কুমার বকসী, এডভোকেট এমদাদ হোসেন কৈশোর।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.