মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
কোম্পানীগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাঁশতলা গ্রাম থেকে রোববার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার ডাকাত দলের ৬জনকে অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে পুলিশের কাছ থেকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কুখ্যাত ডাকাত নিগ্রো হেলাল পালিয়ে যায়।
অন্য ৫জন ডাকাত হলো, চরপার্বতী ৯নং ওয়ার্ডের মকবুল আহমদের ছেলে নুর করিম (২২), বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মোঃ মানিক হোসেন (২১), চরকাঁকড়া ৪নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে রবিউল আউয়াল জহির (২০), দাগনভুঞার করিমপুর গ্রামের বাহার উল্যার ছেলে রেজাউল হক লিটন (২১) ও নবীপুর গ্রামের মোঃ মহিন উদ্দিনের ছেলে মোঃ আলা উদ্দিন বাবলু (২০)।
পুলিশ সূত্র থেকে জানা যায়, রাত সাড়ে ১০টার সময় চরপার্বতী বাঁশতলা একটি ছন খেতের মাঝখানে বসে ২০-২৫জন ডাকাত দল সংঘটিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতদের একটি মোবাইল রিং টোনের সূত্র ধরে গ্রামবাসী ঘেরাও করে রেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কুখ্যাত ডাকাত হেলালসহ ৬জনকে আটক করে। পুলিশের কাছ থেকে হেলাল পালিয়ে যায়। পরে পুলিশ ছনখেত থেকে ডাকাত দলের ২টি কিরিছ, ১টি ধামা ও ২টি দা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতির মামলা নিয়েছে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।