মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এনআরডিএস বিনোদপুর প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে “সম অধিকার ও সব সুযোগের নীতি, নিশ্চিত করবে সবার অগ্রগতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন।
সোন্দলপুর ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী শামছুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনোদপুর ইউপি চেয়ারম্যান সলিমুল্লাহ বাহার হিরন, এনআরডিএস প্রধান নির্বাহী আবদুল আউয়াল, অধ্যাপিকা শিরিন আক্তার, উন্নয়ন গবেষক মাহমুদুল হক ফয়েজ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সচিব এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, ইউপি সদস্য রাশেদা আক্তার, তৃণমূল জনসংগঠন নেত্রী ধনি বেগম, সামছুন্নাহার বেগম।
বক্তারা বলেন, নারী উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা খাতে সরকারী বিনিয়োগ বাড়াতে হবে। আজকে আমাদের নারীদের শোষন, বঞ্চনা বোঝার জন্য নারীর চোখে বিশ্ব দেখা দরকার। নারী উন্নয়ন নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন করা দরকার।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।