নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ডাক বাংলোর শত বছরের পুরনো মূল্যবান গাছ বিনা টেন্ডারে কেটে উজাড় করে নিয়ে যাচ্ছে সরকারী কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠান। এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, উপজেলার ডাকবাংলো শত বছরের পুরনো মূল্যবান রেইন্ট্রি করই ১১টি, ১টি আকাশ মনি, ৩টি মেহগনি, ১১আম গাছ, ৮টি লোহা কাঠের গাছ, ১টি গর্জন, ২টি নারিকেল গাছ, ৮টি কাঠাল গাছ, ২টি সুপারী গাছ জায়গা খালি করার অজুহাতে অডিটরিয়ামের ঠিকাদার ওসমান গণির মাধ্যমে নোয়াখালী জেলা পরিষদের উপ-সহকারী, জেলা পরিষদের ডিলিং এজেটেন্ডের যোগসাজসে এ গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ সকল মূল্যবাদ গাছের মূল্য ৮লাখ টাকা হবে বলে স্থানীয়রা অভিযোগ করেন। খবর পেয়ে, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান ডাক বাংলোতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গাছের টেন্ডারের কোন কাগজপত্র দেখাতে পারেনি। ঠিকাদারী প্রতিষ্ঠান ও জেলা পরিষদের উপ-সহকারী ও ডিলিং এজেটেন্ডের সহযোগিতায় বিনা টেন্ডারে এ গাছ কেটে ফেলায় গাছ কাটা স্থগিত করে দেয়। বিনা টেন্ডারে ডাকবাংলোর লাখ লাখ টাকার গাছ কেটে ফেলায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেনের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, জেলা পরিষদের নির্বাহী তাকে বলেছেন গাছগুলো টেন্ডার হয়েছে। তবে টেন্ডারের কাগজপত্র তার কাছে পৌছেনি।
- মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ