নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্কের (নোবিপ্রবি ওএসএন) আয়োজনে গত ২৩-২৪ এপ্রিল দুই দিনব্যাপী পিএইচপি-মাইএসকিউএল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রথম দিনে ওয়েবসাইট তৈরির সফটওয়্যার পিএইচপির বিভিন্ন বিষয় শেখানো হয়। দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারনেটে অনলাইন বিষয়ক নিবন্ধন পদ্ধতি (ওএসসিআরএস) শীর্ষক প্রকল্প তৈরি করেন। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী।
এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. জাবেদ হোসেন, শিক্ষক সুমন কুমার দেবনাথ, নাহিদ আক্তারসহ অনেকে। কর্মশালা শেষে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্য আরাফাতের রহমান ও শ্রীকান্ত সাহা।